শেয়ার করুন বন্ধুর সাথে

আরবি ডানদিক থেকে পড়তে হয়— কারণ, আরবি হরফগুলো ডানদিক থেকে শুরু হয়। আর আরবি হরফ ডানদিক থেকে শুরু হওয়ার কারণ হল আরবরা সব কাজে, বিশেষকরে উত্তম কাজে ডানদিককে প্রাধান্য দেয়। আর বাংলা শুরু হয় বাম দিক থেকে— কারণ, বাংলা ভাষা সংস্কৃত, হিন্দি এবং ইংরেজির অনুসরণ করে থাকে। আর এসব ভাষার নেতৃত্বে যারা রয়েছে, তারা বামদিককে প্রাধান্য দেয়। তাই তারা অক্ষর বানিয়েছে বাম দিক থেকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ