শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

মাসিক শুরুর ১ম দিন থেকে  দিনটিই হলো

 প্রথম নিরাপদ দিন।

.

মাসিক শুরুর পর ১ম দিন থেকে ৭ম দিন পর্যন্ত বা মাসিক

শুরু হওয়ার পর প্রথম ৭ দিন অবাধ সঙ্গম/মিলন

 নিরাপদ। মানে, এই সময় মিলন

 করলে সন্তান গর্ভে আসার সম্ভাবনা নাই। গর্ভবতী হবে না।

সুতরাং- মাসিকের ২য় তম দিনে মিলন করলে গর্ভবতী

হবে না।  আপনি প্রশ্নের টাইটেলে লিখেছেন মাসিকের ২য় দিন

আর বিস্তারিততে লিখেছেন মাসিক শেষ হওয়ার ২ দিন পর

অর্থ্যাৎ মাসিকের ৯ম দিন। সুতরাং-

আপনাকে নিশ্চিত করে বলা যাচ্ছে না। দয়া করে

এই উত্তরটির প্রথমাংশ ভাল করে পড়ুন তাহলে নিজেই

নির্ণয় করতে পারবেন।

প্রেজনেন্সি টেষ্ট মিলনের নূন্যতম ভাবে ১ মাস পরে

করতে হয়, ৪০ দিনের পরে করলে নিশ্চিত করে ফলাফল

পাওয়া যায়।  যদি টেষ্টে 

যদি ২ টি লাল দাগ আসে তাহলে পজিটিভ (গর্ভবতী) আর

 যদি ১ টি লাল দাগ আসে তাহলে নেগেটিভ (গর্ভবতী নন)।যদি

 কোন দাগ না আসে তাহলে বুঝতে হবে পরীক্ষা সঠিক ভাবে

 করা হয়নি। একটি টেষ্ট কিটের মাধ্যমে একবার পরীক্ষা করা

 সম্ভব।

সম্পূর্ণভাবে গর্ভধারণ নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ

 নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ