আমার একটা মোবাইল চুরি হয়ে গেছে samsung s5, কিন্তু এটার IMEI নাম্বার টা ও নাই। এখন কি করতে পারি, জিডি করলে কি লাভ হবে? ভালো জানা থাকলে কেউ উত্তর দেবেন


Share with your friends

আইএম ই নাম্বার যেহেতু নাই তাহলে কি ভাবে জিডি করবেন? আর আই এম ই নাম্বার ছাড়া জিডি করলে লাভ হবে না বলেই মনে হয়।

Talk Doctor Online in Bissoy App
আসসালামু আলাইকুম,
আপনি দ্রুত থানায় চলে যান।আপনার ঐ চুরি যাওয়া ফোনে ব্যাবহৃত সিমের নাম্বার ব্যাবহার করে জি.ডি করতে পারবেন। 
জি.ডি করা মানে ফোন উদ্ধার না বরং ভবিষ্যৎ বিপদে না 
পরার সতর্কতা। ফোন উদ্ধারেও ব্যাবস্থা নিতে পারেন ।
সেক্ষেত্রে আপনার ফোনের মালিকানা কাগজ না থাকলে
 কিছুটা বিব্রত হবেন। জি ডি করতে দেরী না করাই মঙ্গলকর।
ধন্যবাদান্তে 
মো:এমদাদুল হানিফ
এডভোকেট
বাংলাদেশ সুপ্রিমকোর্ট

Talk Doctor Online in Bissoy App