Call


এখানে খাতা কলমে অরিজিনাল ভাবে উত্তর দেয়া হচ্ছে।

যারা কাঠ ব্যবসায়ী তাদের লোকাল হিসাবের সাথে মিলতে নাও পারে।

আপনার এই প্রশ্নে ২ টি একক আছে।

একটি ফুট আর একটি ইঞ্চি।

তাই এই ২টি একক কে একই এককে নিয়ে আসতে হবে।

সুবিধার জন্য ইঞ্চিকে ফুট এ নিয়ে আসা হলো।

বেড় ৫৬ ইঞ্চি=৫৬÷১২=৪.৬৭ফুট।

যেহেতু গাছের বেড় বৃত্তাকার তাই এই বেড়ই গাছের পরিধী।

জানি,

বৃত্তের পরিধী=২πr=৪.৬৭ফুট(যা গাছের বেড়)

অতএব,

ব্যাসার্ধ, r=(৪.৬৭)÷(২×৩.১৪১৬)=০.৭৪৩৩ফুট

আবার গাছের গুড়ি সিলিন্ডার এর আকারের মত।

তাই এর আয়তন হবে, ক্ষেত্রফল×উচ্চতা,

যা হবে গাছের গুড়ির আয়তনের সমান।

আমরা জানি,

আয়তন=ক্ষেত্রফল×উচ্চতা

বা, V=A×h

বা, V=πr²×h (এখানে πr² বৃত্তের ক্ষেত্রফল বা

গাছের গুড়ির ক্ষেত্রফল)

বা, V=π×r×r×h

বা, V=π×ব্যাসার্ধ×ব্যাসার্ধ×উচ্চতা

বা, V=৩.১৪১৬×০.৭৪৩৩×০.৭৪৩৩×১৩

বা, V=২২.৫৬সিফটি(cft)

অতএব,

কাঠের পরিমান=২২.৫৬ সিফটি (উত্তর)

এখানে,

V=আয়তন

A=πr²=ক্ষেত্রফল

r=ব্যাসার্ধ

h=উচ্চতা

π=৩.১৪১৬

cft=সিফটি বা ঘনফিট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ