পেশাব ধরে রাখতে অসুবিধা হয়।কাপড়ে পেশাব বের ভরে।


শেয়ার করুন বন্ধুর সাথে

কারন হতেপারে বেশি পানি পান

করা বা কিডনির কোন সমস্যা ।

প্রতিকার, ,,

প্রতিদিন মেথির শাক খেলে এই বার

বার প্রস্রাবের রোগ ভালো হয়।

মেথির শাকে পেটে আম থাকলেও

তাকে নির্মূল করে।

প্রয়োজনমতো ১-২ সপ্তাহ খেলেই

চলে।

সহায়ক চিকিৎসা

১) যাঁরা বার-বার প্রস্রাব করেন বা

অধিক মাত্রায় যাঁদের প্রস্রাব হয় বা

প্রসাব করার সময় জ্বালা অনুভূত হয় তাঁরা

দুপুরে খাওয়ার পর কিছুদিন দুটো করে

পাকা কলা খেলে উপকার পাবেন।

২) নিয়মিত আঙুর খেলেও বহুমূত্র রোগে

ফল পাওয়া যায়। আঙুর মিষ্টি হওয়া

বাঞ্ছনীয়।

৩)

যাঁরা

রাতের

বেলায়

বার

বার

প্রস্রাব

করেন

তাঁরা

বিকেলে

বা

রাতে

খাবার

সময়

পালঙের

তরকারি বা শাক খেলে উপকার

পাবেন।

বিবিধ:ক) বার বার যাঁদের প্রস্রাব হয়

(ঢ়ড়ষুঁৎবধ) তাঁরা দিনের কোনো সময়ে

অথবা বিকেলে কিছু খাওয়ার পর ২৫-৫০

গ্রাম খোসাসমেত ভাজা ছোলা

চিবিয়ে খেয়ে সামান্য গুড় সহ জল

খেলে উপকার পাবেন। বয়স্ক বা বৃদ্ধদের

একটু বেশিদিন খেতে হবে।

তবে মনে রাখবেন যদি হজমের খুব

গোলমাল থাকে বা খুব বেশি পেটের

গোলমাল থাকে তাহলে এটা না

খেতে দেওয়াই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

এটিকে প্রস্রাবের বেগ ধারনে অক্ষমতা

বলা হয়, মুত্রথলী, কিডনি, প্রস্রেট গ্রন্থির

সমস্যা থেকে হয়ে থাকে।

প্রথমে বের করতে হবে, কেন এই সমস্যাটা হচ্ছে। তারজন্য মূত্রপরীক্ষা, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট পরীক্ষা ও অন্যান্য আরও কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে। 


একজন ইউরোলোজিস্ট ডাক্তারের পরামর্শ

নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ