YouTube সম্পর্কে আমার এই কয়টা প্রশ্নের উত্তর প্লিজ কেউ দেন। নাম্বার অনুযায়ি দেবেন প্লিজ?


১. আমি যে জিমেল একাউন্ট দিয়ে এডসেন্স এপ্লাই করব তাতে যদি কোন চানেল না বানাই শুধু এডসেন্স ই থাকবে,তো এটা ভালো হবে না খারাপ?


২. আজকেই নতুন চানেলে আপলোড করা ভিডিওতে কী মোনিটাইজ করা যাবে? তার জন্ন কি এডসেম্স একাউন্ট লাগবে?


৩. একটা জিমেইল একাউন্ট দিয়ে কয়টা চানেল বানানো যায়?


৪. একটা এডসেন্স একাউন্ট কতগুলি চানেলে এড করা যায়?


Share with your friends
Call

১। উত্তরঃ আপনি চ্যানেল খুলে তারপর গুগল এডসেন্স আবেদন করা হলে এপরুপ হবে । তানা হলে আপনি এডসেন্স আবেদন করতে পারবেননা।

২।উত্তরঃ নতুন চ্যানেল এ অপলোড  করে মনিটাইজ করা যায়।তার জন্য এডসেন্স লাগবে।

৩। একটি জিমেইল দিয়ে একাদিক চ্যানেল তৈরি করা যায়।

৪। একটি এডসেন্স একাউন্ট দিয়ে একাদিক চ্যানেল অ্যাড করা যায়।

আরো কিছু জানার থাকলে মন্তব্য করুন

Talk Doctor Online in Bissoy App