তাপ উত্‍পাদী বিক্রিয়ায় বিক্রিয়ক এর মোট শক্তি এর চেয়ে উত্‍পাদের শক্তি কম হয় । আবার নির্গত তাপ শক্তি=উত্‍পাদ যৌগসমূহের মোট শক্তি(E1)-বিক্রিয়ক যৌগসমূহের মোট শক্তি(E2) এজন্য তাপ উত্‍পাদী বিক্রিয়ায় Delta H এর মান ঋণাত্নক হয় । বিক্রিয়ায় তাপের পরিবর্তন=পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি-নতুন বন্ধন গঠিত হওয়ার নির্গত মোট শক্তি । তাহলে এ সূত্রানুসারে তাপের পরিবর্তন ঋণাত্নক হলে তাপ উত্‍পাদী আর ধনাত্নক হলে তাপ হারী বিক্রিয়া । মূলত তাপ উত্‍পাদী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উত্‍পাদ এবং তাপশক্তি উত্‍পন্ন হয় ।এখন সমীকরণ তৈরি করে তাপের পরিবর্তন নির্ণয় করুন দেখবেন তাপের পরিবর্তন ঋণাত্নক হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ