শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

শুধু আপনি না, প্রত্যেক সদস্যই এর সমুক্ষীন হচ্ছে।

সাইটের নিরাপত্তা নিশ্চিত রাখতে

 (স্পাম এবং অশ্লীতা) প্রায় প্রশ্নই অনুমোদনের 

অপেক্ষামান রাখা হয়।

অনুমোদনের অপেক্ষামানে খুব কম সংখ্যাক প্রশ্নকে

 প্রত্যাখান করা হয়। বেশীরভাগ প্রশ্নকে আমরা 

অনুমোদন দেই।

একজন নতুন সদস্যের প্রশ্ন, উত্তর এবং মন্তব্য 

অনুমোদনের জন্য অপেক্ষামান থাকে। যা স্প্যাম, 

অনাকাঙ্ক্ষিত, অশ্লীল, অপ্রয়োজনীয় কিনা তা 

যাচাইকরণের পর অনুমোদিত হয়। প্রতিদিন অনেক

 প্রশ্ন উত্তর আসে যা যাচাই করতে কিছু সময় লাগে।

 এজন্য প্রশ্ন ও উত্তর অনুমোদন পেতে কিছুটা সময়

 লেগে যায়।

আরও সহজ ভাবে দেখুন...

বিস্ময়ে কোন প্রশ্নে উত্তর প্রদান করা হলে উত্তরটি অনুমোদনের জন্য বিস্ময়ের মডারেটরগণের নিকট জমা হয়। মডারেটরগণ কয়েকটি বিষয়ের উপর ভিক্তি করে একটি উত্তর অনুমোদন দিয়ে থাকেন।

১. উত্তরটি সঠিক কিনা।

২. উত্তরটি প্রশ্নের সাথে সংগতিপূর্ণ কিনা।

৩. উত্তরে প্রায় সকল বানান সঠিক আছে কিনা।

৪. একই উত্তর আগেই প্রদান করা হয়েছে কিনা।

৫. উত্তরটি হুবহু কোথাও থেকে কপি করা হয়েছে কিনা। হয়ে থাকলে তার রেফারেন্স দেওয়া আছে কিনা।

৬. উত্তরটি যথেষ্ট মানসন্মত কিনা।

উপরোক্ত বিষয়গুলিতে আপনার উত্তরটি যদি পাস করে, তবে অবশ্যই অবশ্যই অনুমোদন পাবে। এর পরেও যদি আপনার মনে কোন সংশয় থাকে তবে আপনার উত্তর দেওয়া প্রশ্নটির লিংক (url) দিয়ে নিচের লিংকে একটি অভিযোগ করুন। আপনি অবশ্যই অভিযোগের জবাব পাবেন।

http://ans.bissoy.com/feedback

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ