মরন ব্যাধী AIDS এর পূর্ন রূপ হলো Acquired Immune Deficiency Syndrom এর সংক্ষিপ্ত রূপ হল AIDS (এইডস)। আর এইডস রোগ হয় Human Immunodeficiency Virus এর মাধ্যমে। সংক্ষিপ্ত রূপ হল HIV (এইচআইভি)। এইচআইভির কারনে এইডস হয়। কোন রোগ বা সংক্রমণ প্রতিরোধ করার জন্য শরীরের স্বাভাবিক ক্ষমতাকে এইচআইভি ক্রমান্বায়ে ধ্বংস করে দেয়। তাই, এইডস আক্রান্ত ব্যক্তি অতি সহজেই যেকোন রোগে (যেমন: নিউমোনিয়া, যক্ষ্মা, ডায়রিয়া) আক্রান্ত হয়ে পড়ে। কারো এইডস হয়েছে কি না তা জানার জন্য দুই ধরনের পরীক্ষা করতে হয়। যেমন ------- * রক্তের পরীক্ষা (ELISA and Western blot tests) * মুখের শ্লেষ্মা পরীক্ষা (Oral Mucus)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কনডম ছাড়া সহবাস করলেই যে অসুখ হবে বিষয়টা এমন নয়, যৌনবাহিত অসুখ হতে হলে সঙ্গীর ও অসুখ থাকতে হবে যেটা পার হয়ে অন্যের কাছে যাবে। তবে যদি কারো এসব অসুখ হয়ে থাকে তবে যৌন নালি দিয়ে ক্ষরণ বা পুঁজ পরা, ব্যাথা করা, রক্ত আসা সহ এরকম হতে পারে। আর এইডস হয়েছে কিনা সেটা প্রথমিক ভাবে দেখার জন্য " আইসিটি ফর এইডস ' নামক টেস্ট করলেই যথেস্ট, তবে একা একা করতে যাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়েই তবে করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ