আমরা অনেকেই নিজের Android এ java গেমস খেলতে চাই কিন্ত পারিনাআমি আজ আপনাদের যানাতে চলেছি কিছু উপায় যার মাদ্ধমে আপনি সহযেই খেলতে পারবেন (jar/jab) গেমস।


যা যা প্রয়োজন-


একটি রুটেড Android

jbed.zip ফাইল ↓↓↓নিচে link দেয়া আছে

CWM /TWRP RECOVERY ইনিস্টলেড।

তা নাহলেRoot Explorer এপ। jbed.zip

 


আপনার মোবাইল এ যদি cwm/twrp ইনিস্টলেড থাকে তাহলে আপনি সরাসোরি CWM/TWRP recovery থেকে ZIP ফাইল টা ইনিস্টল করুন

আপনার মোবাইল এ যদি CWM/TWRP না থাকে তাহলে আপনি jbed.zip ফাইল টা Extract করুন তার পর সেখান থেকে system/app থেকে jbed.apk ফাইল টা আপনার Root explorer আপ এর মাদ্ধমে /system /app রাখুন পারমিশন rw–r–r দিন তার পর আবার Extract করা ফাইল টা অপেন করুন system/lib ফোল্ডার এ (libjbedvm.so) ফাইল টা আপনি Root Explorer এপ এর মাদ্ধমে /system/lib ফোল্ডার এ রাখুন পারমিশন rw–r–r দিন। এবার ফোন টা রিবুট দিন দেখদেন java নামে এপ টা ইনিস্টল হয়ে গেছে।

যেভাবে game চালাবেন java এপ টা অপেন করুন। তার পর অপ্সন বাটান এ প্রেস করুন sdcard সিলেক্ট করুন এখন আপনার sdcard স্ক্যান হবে স্ক্যান হবার পর একটি games list আসবে সেখান থেকে game সিলেক্ট করুন তার পর আপনার game ইনিস্টল হবে। আর হ্যা games ইনিস্টল হওয়ার সময় mobile data on রাখবেন ব্যাস তার পর আপনি নিযের ইচ্ছে মত java game খেলতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
MDDurjoy

Call

আপনার সেটটি যদি জাভা সাপোর্টেড হয় তাহলেই জাভা গেম খেলতে পারবেন। এর জন্য কোনো এপ এর প্রয়োজন নেই।

Talk Doctor Online in Bissoy App