সবচেয়ে কম খরচে ।  
Share with your friends
SindidHasan

Call

নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৯৯২ সালে বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ প্রতিষ্ঠিত হয়।বসুন্ধরায় ছয় একর জমির উপর তিনটি বেসমেন্ট সহ ছয়টি বিল্ডিং নিয়ে নিজস্ব ক্যাম্পাসে ইউনিভার্সিটিটিতে এখন প্রায় ৪ হাজার থেকে ১২ হাজার ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে।বিবিএ ডিপার্টমেন্টের ক্লাস গুলো হয়ে থাকে নর্থ একাডেমিক বিল্ডিংটিতে। প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকান শিক্ষা নিয়ম অনুযায়ী পরিচালনা হয় বলে এখানে সব কোর্সই ওপেন ক্রেডিট(কোন কোর্সটি আগে সম্পন্ন করবে এবং কত সময়ের মধ্যে তা ছাত্র-ছাত্রীরা নিজেরাই বাছাই করে নেয়)। ছাত্র ছাত্রীদের ট্রাইমেস্টার(বছরে ৩ টি সেমিস্টার)নীতিতে ১২৭ ক্রেডিট(প্রতি কোর্সে ৩ ক্রেডিট)সম্পন্ন করতে হয়। তার সাথে ইন্টার্নশিপ হিসেবে ৩ ক্রেডিট সম্পন্ন করতে পারে। ইউনিভারসিটিটির বিবিএ ডিপার্টমেন্টের সব শিক্ষকরাই উত্তর আমেরিকান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে এসেছেন। বিবিএ ডিগ্রি সম্পন্ন করতে মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম(এমআইএস),হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস পলিসি এবং স্ট্রেটিজি, ফিনান্স এবং একাউন্টিং এর মত সাবজেক্ট থেকে ছাত্র-ছাত্রীরা নিজেরাই নিজেদের মেজর বাছাই করে নিতে পারে এমনকি চাইলে দুটো মেজরও বাছাই করে নিতে পারে। প্রতি ক্রেডিটে খরচ-৪৫০০ টাকা ১২৭ ক্রেডিটে মোট খরচ- ৫,৭১,৫০০(ভর্তি, ক্লাব ও অন্যান্য এক্টিভিটিস ফি ছাড়া)

Talk Doctor Online in Bissoy App