দেখুন ভাই, মাটির উর্বরতা হ্রাসের প্রধান কারণ হল 'মাটির প্রাণ' বলে খ্যাত জৈবসারের পরিমাণ হ্রাস পাওয়া। তাই, মাটির টেকসই উর্বরতা বাড়াতে মাটিতে বিভিন্ন প্রকার জৈবসার যেমন, সবুজ সার, কেচো কম্পোস্ট, পঁচা গোবর সার, আবর্জনা সার কিংবা কম্পোস্ট সার প্রয়োগের কোন বিকল্প নেই।আশা করি উত্তরটা পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ