যদি মহিলা ডাক্তার থাকা সত্তেও কোনো এমারজেন্সি না থাকা সত্তেও বেপর্দায় কোনো নারী পুরুষ ডাক্তারের সামনে যায় তাহলে কবিরা গুনাহ হবে। এটি ইসলামী শরীয়তের আইন । যদি এমারজেন্সি রুগি হয় বা কাছে কোনও মহিলা ডাক্তার না থাকে তাহলে জায়েজ হবে। একজন পরপুরুষ একজন মহিলাকে স্পর্শ করলে তা যিনার শামিল হয়(বুখারি শরীফ) এবং যিনা কারীর শাস্তি খুবই কঠোর তাই যিনা থেকে আল্লাহ পাক দূরে রাখুন আমিন।  ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ