অামার পস্রাব করার সময় পস্রাবের সাথে সাদা সাদা তরল বের হয়। বিশেষ করে পায়খানা করার সময়। অার এখন স্বপ্নদোষ ও হয় না। প্লিজ হেল্প করেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

এটাকে বলে ধাতুক্ষয় রোগ। যেটা অধিক হস্তমৈথুনের

ফলে হয়ে থাকে। প্রসাব বা পায়খানা করার সময় যে সাদা

পদার্থ বের হয় সেটা হলো বীর্য। আর সপ্নদোষ তখনি হবে

যখন বীর্য থলেতে বীর্য পরিপুর্ন হয়ে যাই তখন,কিন্তু

আপনারতো তার আগেই বীর্য বেড়িয়ে যাচ্ছে যার কারনে

বীর্য থলেতে বীর্য থাকেনা তাই আপনার সপ্নদোষ হয় না।

যদি হস্তমৈথুন এর অভ্বাস থাকে তাহলর যত তারাতাড়ি

সম্ভব এটা ছেড়ে দেন, এটা আপনার

ওজনো কমে যেতে পারে এবং যত তারাতারি পারেন এর

চিকিৎসা করান। এটা নির্মুল করা যাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

আমাদের টেস্টিকলে বীর্য প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে।

যার কারণে  বীর্য থলি পরিপূর্ণ হয়ে যায়।

আর সেগুলো কমানোর করার দরকার পড়ে।

তাই শরীর নিজে নিজেই এগুলোকে শরির

বের করে দেয়। সেটি স্বপ্নদোষের মাধ্যমে,


আপনার যেহেতু স্বপ্নদোষ হচ্ছেনা, তাই

প্রস্রাবে বের হচ্ছে, তবে বেশি মাত্রায় হয়ে

অব্যাহত থাকলে ধাতু দৌর্বল্য বলে বিবেচিত

হবে, তখনি চিকিত্সার প্রয়োজন, নতুবা

নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ