হ্যা। তবে শুধু বাংলাদেশ না সব দেশ কে, বুঝানো হয়েছে। যেখানে কুরআনে শাসন মানে না সেখানে বুঝানো হয়েছে। বাংলাদেশ তাতে পরে।

Talk Doctor Online in Bissoy App

এই আয়াত দিয়ে পৃথিবীর সব শাসককেই বোঝানো হয়েছে।

শুধু বাংলাদেশের জন্য নির্দিষ্ট না, আবার বাংলাদেশ এর বাইরেও না।

তবে শুধু একারণেই কোনো শাসককে ঢালাওভাবে কাফের বলা যায় না। এই আয়াতের পাশাপাশি আরো আয়াত আছে, যেগুলোর দ্বারা ফাসেক এবং জালেমও বলা হয়েছে।

মোটকথা, কাফের বলার নির্দিষ্ট মূলনীতি আছে। বিস্তারিত জানতে আয়াতগুলোর তাফসির দেখুন! জাযাকাল্লাহ! 

Talk Doctor Online in Bissoy App