কিছু সফটর ডাউনলড দেয়ার সময় নামের শেষে লিখা থাকে যেমনঃ kmplayer.ex আবার কিছু প্লেয়ারে শেষে এটা থাকে-Pmplayer.Zip আমি যান্তে চাই এই (ex+Zip) দুটার মদ্ধে কি পার্থক্য বা কোনটা ভাল?


Share with your friends
  • Zip হল কোনো ফাইলকে জিপার দিয়ে বন্ধ করে দেওয়া। অর্থাৎ, নির্দিষ্ট সফটওয়্যার ছাড়া এই ফাইল খোলা যাবে না এবং ইউজও করা যাবে না। বড় বড় ফাইলকে ছোট সাইজে আপলোড এবং ডাউনলোডের জন্য zip করা হয়। অনেক সময় এতে পাসওয়ার্ডও দেওয়া থাকে। তখন পাসওয়ার্ড ছাড়া সেটা unzip বা এক্সট্রাক্ট করা যাবে না।
  • আর exe হল উইন্ডোজের সফটওয়্যার ভার্সন। যেমন অ্যান্ড্রয়েডের ভার্সন হল apk, সিম্বিয়ান হল sis এবং আইফোনের হল ios, তেমনি উইন্ডোজের সফটওয়্যার ভার্সন হল exe. এই ভার্সন ছাড়া উইন্ডোজে সফটওয়্যার ইউজ করা যাবে না। 
Talk Doctor Online in Bissoy App