একদিন মোবাইলের settings যাই কোনো একটা প্রয়োজনেই

সঠিকটা স্বরন নাই।একসময় টিপাটিপি করতে

করতে একদম চলে যায় মোবাইলের About Device এ।image

তারপর Software Update ক্লিক করি।

image

এবার ভুলবশত   Update Now এখানে ক্লিক করলাম।image

এখন বার বার ডাটা অন করলেই সফটওয়্যার

আপটেড করার জন্য এই লেখাটা আসে।image

 ডাটা অফ করে দিলে কিছুক্ষণ পর এই লেখার

উপর ক্লিক করলে চলে যায়।

আবার ডাটা অন করলেই আসে,এখন এটার হাত

থেকে মুক্তি পাওয়া উপায় কি?

অনেক চেষ্টা করলাম এটা স্থায়ীভাবে ডিলেট

করার জন্য বাট ব্যর্থ হলাম।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

 আপনার মোবাইল wi-fi থেকে নতুন ভার্সন Update করতে হবে।

  Update না করলে আপনি Auto update বন্ধ করুন।

         (1) About phone

         (2) System updates

        (3) Settings      

         (4) Auto check for updates-এটি off করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ