Android ফোনে ১০০% এর পরে কি আরো চার্জ হয়? মানে ওভার চার্জ নেই, নাকি নেইনা?
Share with your friends

না,এন্ড্রোয়েড ফোনে ১০০% চার্জ হওয়ার পর আর চার্জ নিবে না । মানে ওভার চার্জ নেওয়ার কোন সিস্টেম নেই,চার্জ ফুল হওয়ার পরেও যদি চার্জে লাগিয়ে রাখা হয় তাহলে ব্যাটারির অনেক ক্ষতি হয় ॥ ক্ষেত্রবিশেষে ব্যাটারি বিষ্ফোরনও ঘটতে পারে ॥ যেটা আমার সিম্ফোনি w32 তে হয়েছিলো ॥

Talk Doctor Online in Bissoy App

Android বা স্মার্ট ফোনের চারজিং সিস্টেম এমন ভাবে তৈরি করা হয় যে ১০০ % চার্জ হবার পর অটোমেটিক চার্জ নেয়া বন্ধ করে দেয় । আপনি যদি চার্জার খুলে না রাখেন তবেও কোন সমস্যা নাই...। তবে শুধু শুধু লাগিয়ে না রাখাই উত্তম ।

Talk Doctor Online in Bissoy App