কম্পিউটারে মেমোরি কার্ড অথবা পেনড্রাইভ ঢুকালেই শর্টকাট হয়ে যায় । সারা জিবনের মত এ শর্টকাট কি ভাবে বন্ধ করবো ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
শর্টকার্ট ভাইরাস এর সমস্যা..?
কম্পিউটারে মেমোরি কার্ড অথবা পেনড্রাইভ
 ঢুকালেই শর্টকাট হয়ে যায় । এই ভাইরাস টি যে
কত বড় সমস্যা করে যে এর কবলে পড়েছে সে ই
ভালো বুঝতে পারে,  আমার জীবনে একাধিক বার
পড়েছি.. খুব বাজে একটা ভাইরাস।
যাইহোক...সমাধান হলো-----
আপনার কম্পিউটার দ্বারা আপনার যে মেমরী, পেনড্রাইভ
গুলো শর্টকার্ট হয়েগেছে সেগুলো ফরমেট করুন.. আর
প্রবেশ করাবেন না পিসিতে যতক্ষন না ভাইরাসটি সরানো
না যায়। এখন আপনার কম্পিউারে নতুন করে Windows
সেটআপ করুন।
মনে রাখবেন/সতর্কতা= আপনার পিসিটি থেকে
Windows দেওয়ার ফলে ভাইরাসটি চলে যাবে.. অতঃপর
যদি শর্টকার্টে আক্রান্ত কোনো মেমরী পিসিতে প্রবেশ করান
তাহলে পুনরায় আপনার পিসিটি উক্ত ভাইরাস দ্বারা আক্রান্ত
হয়ে যাবে তাই আপনার আক্রান্ত মেমরী গুলো আগে
থেকেই ফরমেট করে নিবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথম ESET এন্টিভাইরাস ইন্সটল দিন। তারপর আপডেট দিন, আপডেট পুর্ণ হলে ফুল স্কিন দিবেন। দেখবেন ধীরে ধীরে সর্টকার্ট কেটে যাচ্ছে। তারপর রিস্টার্ট দিয়ে অপেন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ