শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভর ত্রুটি/প্যাকিং ভগ্নাংশঃ কোন পরমানুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যাকে তাদের নিজ নিজ ভর দ্বারা গুন করে যোগ করলে নিউক্নিয়াসের মোট ভর পাওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে ভর কিছু কম হয় ৷ কারন কিছু পরিমান ভর আইনস্টাইনের E=mc^2 সূত্র অনুযায়ী শক্তিতে পরিনত হয়, যা নিউক্লিয়াসের কনিকাগুলোর মধ্যে বন্ধন শক্তি হিসেবে কাজ করে ৷ ইহাই ভর ত্রুটি বা প্যাকিং ভগ্নাংশ ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ