Windows 7 problem? জানা খুব দরকার৷?

আমি আমার কম্পিউটারে উইন্ডোজ ৭ সেট আপ দিছি কিন্তু এখন প্রবলেম হলো কম্পিউটারে বিভিন্ন সফটওয়ার ইনিস্টল নিচ্ছে না যেমন kasparesky anti virus 2011..Office 2007 ..নতুন করে আবার উইন্ডোজ ৭ সেটআপ দিলে একই রকম দেখায় ,সফটওয়ার ইনিস্টল নেয় না ৷ Microsoft office 2007 & 2010 এর বিভিন্ন ভার্সন ব্যাবহার করছি কিন্তু একি রকম দেখায়,, এর সমাধান চাই ?


Share with your friends

আপনার ব্যবহৃত উইন্ডোজ এবং পরবর্তীতে যে সফটওয়ারগুলো ইনস্টল করবেন সেগুলো সব একই বিট এর হতে হবে। উইন্ডোজ ৩২ বিট দিয়ে দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ।

Talk Doctor Online in Bissoy App

আপনার উইন্ডোজে প্রবলেম নেই।আপনি কত বিট ব্যবহার করছেন সেটা উল্লেখ করেননি।আপনার যে কাজটি করতে হবে আপনি 64 বীট এর পরিবর্তে 32 বিট ব্যবহার করুন।সাধারনত 32 বিট ব্যবহার করলে প্রায় সব সফ্টওয়ার ইন্সটল হয়।আশা করি এতে কাজ হবে।

Talk Doctor Online in Bissoy App