সাধারণত অনার্স করা ব্যক্তিকে সবাই মূল্যায়ন বেশি করবে।কিন্তু প্রকৃত শিক্ষায় তিনি সেরকম নাও হতে পারেন। মান এর ব্যাপার বলা খুব মুশকিল। কেননা সবার মাঝেই কোন না কোন ভিন্নতা থাকবেই। সুতরাং মেধা আর যোগ্যতা দিয়ে তাদের বিচার করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
অনার্স করে মাস্টার্স করলে সময় লাগে ১ বছর আর ডিগ্রি করে মাস্টার্স করতে লাগে দুই বছর  সুতরাং ডিগ্রি ৩+২=৫ বছর আর অনার্স ৪+১=৫ এই ভাবে হিসেব করলে মান সমান । আর একজন অনার্স করে মাস্টার্স করলে যে যায়গাতে আবেদন করতে পারবে এবং ঠিক তেমনি ডিগ্রি করে মাস্টার্স করলে সেও অনুরূপ সেই যায়গাতে আবেদন এবং অনার্স করে মাস্টার্স করার সমান অগ্রাদিকার পাবে সেই দিক বিবেচনা করলে ডিগ্রি এবং অনার্স করে মাস্টার্স করলে মান সমান হয়ে যায় । তবে অনার্সকে আলাদা ভাবেই একটু বেশী মূল্যায়ন করা হয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করলে তো কথাই নেই । আর সব থেকে বেশী মূল্যায়ন করা হয় যা তা হল কে কত বেশী মেদাবি সে কোথা থেকে পড়ছে সেটা মুখ্য বিষয় না । সব কথার বড় কোথা হচ্ছে যে যত বেশী মেদাবি তার সার্টিফিকেটের মান ও তত বেশী সে যেখানেই লেখা পড়া করুক না কেন ।
ধন্যবাদ ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ