আপনার প্রথম কথাটা কোনমতেই মানতে পারলাম না।।মুসলমানদের মধ্যে ২০% মুমিন আর অবশিষ্ট ৮০%কাফের এই পরিসংখ্যানটা কে বের করলো? একমাত্র আল্লাহই ভালো জানেন যে,কে মুমিন ও কে মুনাফিক কিংবা কাফের।কেননা কারো মনের খবর আল্লাহ্ ছাড়া অন্য কোন মানুষ জানে না।। আর হ্যাঁ,কাফেররা জাহান্নামে তথা দোযখে নিক্ষিপ্ত হবে।আর সেখানেই তাদেরকে অবস্হান করতে হবে।। *সকল শিশুই সত্য ধর্ম তথা ইসলাম ধর্মের উপর জন্ম নেয়।কিন্তু পরবর্তীতে তার পিতা-মাতা কিংবা পারিপার্শ্বিকতার ভিত্তিতে সে অন্য ধর্মে দীক্ষিত হয় বা অন্য ধর্ম পালন করে।এক্ষেত্রে আল্লাহ্ বলেছেন:যখন তোমাদের সামনে সত্য প্রকাশিত হয়ে পড়ে, তখন তোমরা তা গ্রহণ করো আর মিথ্যাকে ছেড়ে দাও।।আর সেজন্যই যে অন্য ধর্মাবলম্বীদের ঘরে জন্মগ্রহণ করে,তাকে পরবর্তীতে সত্যের অনুসন্ধান করা জরুরী এবং সত্যের সন্ধান পেলে উক্ত সত্যকে মেনে নেওয়া উচিত।কিন্তু অনেকেই সত্যকে বুঝতে পারার পরেও বাপ-দাদার ধর্ম ছাড়বেনা বলে,সত্য থেকে মুখ ফিরিয়ে রাখে।অপরদিকে, যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তাকেও সত্যের অনুসন্ধান করতে বলা হয়েছে।কেননা এতে তার সত্যের প্রতি আগ্রহ বাড়বে। বাকিটুকু মন্তব্যে দিচ্ছি.....ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ