আপনাকে আগে থেকে কোন ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিবেন তা নির্ধারন করে নিবেন.. আপাতত আমি ধরে নিলাম আপনি খ ইউনিট থেকে পরীক্ষা দিবেন.. ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষার বিষয় হল বাংলা, ইংরেজি, সাধারন জ্ঞান.. আপনার লাগবে (বর্তমান হিসাবে) ৪র্থ বিষয় সহ মোট ৬.৭৫.. এছাড়া আপনাকে টিকতে হলে প্রচুর সাধনা করতে হবে.. সব বিষয় গুরুত্বপূর্ন.. বাংলায় ভাল করতে হলে আপনার জন্য বোর্ড বই+৯ম-১০ম শ্রেণীর বাংলা ২য় বোর্ড+রেঁনেসা দরকার.. আর ইংরেজিতে প্রচুর ভোকাবোলারি জ্ঞান এবং সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব জরুরি..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এবছরের নিয়ম অনুযায়ী:ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ্যাডমিশনের যোগ্যতা:এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে কমপক্ষে GPA:3.50 পেয়ে মোট GPA:7.50 পেতে হবে। অর্থাৎ আপনি এইসএসসিতে GPA:3.50 পেলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ্যাডমিশনের যোগ্যতা অর্জন হবে।আর চান্স পেতে কঠোর অধ্যবসায়ী ও মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে।ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ