Call

পাঠ্যবই ব্যতীত বিভিন্ন সাধারণ জ্ঞানের বই পড়তে পারেন।আর ভাই HSC রেজাল্টা ভাল করেন।কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় GPA-5 এর জন্য এক্সট্রা মার্কস থাকে।তাই বর্তমানে নিজের ফাইনাল পরিক্ষার কথা ভাবেন।পরেরটা পরে।ধন্যবাদ!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


আপনি সাধারণ জ্ঞানের জন্য নতুন বিশ্ব বইটি পড়তে পারেন । এটি খুব ভালো বই ।। এছাড়া প্রতিমাসে কারেন্ট অ্যাফায়ারস পড়ুন । ইংরেজিতে ভাল প্রাক্টিস রাখুন ।প্রতিনিয়ত BBC  র   খবর  শুনবেন । পেপার পড়বেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি এখন শুধু পাঠ্যবই পড়েন যাতে করে আপনি পরীক্ষাগুলোতে ভাল রেজাল্ট করতে পারেন আপনি বিশেষ করে ইংরেজীতে মন দিন আর এই পড়ার ফাকে ফাকে কিছু সাধারন জ্ঞানের বই গুলা প্রকটিস করুন আর যখন আপনার HSC পরীক্ষা শেষ হবে তখন আপনি বিভিন্ন বই বা কোচিং ও করতে পারবেন। এখন আপাদত আপনার পাঠ্যবইয়ে ভাল করে মনযোগ দিন।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে SSC+HSC এর জিপিএ কাউন্ট করা হয়,তাই একাডেমিক পড়াশুনা সর্বোচ্চ করে এর সাথে সাথে নিচের বইগুলো পড়তে পার.. প্রতি মাসের জয়কলির তথ্যকণিকা,প্রতিদিনের পত্রিকা,সাধারন জ্ঞানের জন্য প্রফেসরস/MP3,ইংরেজীর জন্য Master/competetive exam/compact,নবম-দশম শ্রেণীর ব্যাকরণ,জয়কলির বাংলা বিচিত্রা... আর ইংরেজীর ব্যাসিক মজবুত করুন.. প্রাচুর ভোকাবুলারি জানুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ