আমি কোচিং এ পড়াই। কিন্তু স্টুডেন্টরা অনেক বিশৃঙ্খলা করে। শাস্তি দিলে কোন লাভ হয় না। তাই এমন কিছু উক্তি জানা থাকলে বলে দিন যেগুলো বললে ওরা লজ্জায় আর বিশৃঙ্খলা করতে চাইবে না।
শেয়ার করুন বন্ধুর সাথে

✬ ‘‘যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।’’ -আইনস্টাইন ✬ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়। ✬ ★মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী । – ওরসনস্কোরার ফাউলার ✬ যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। – জন সার্কল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
✪রমণী অনর্থক হাসে , তাহা দেখিয়া
অনেক পুরুষ অনর্থক কাঁদে,
✪লক্ষ্য স্থির রাখুন লক্ষ্যপানে এগিয়ে
যান, কোন বাধা আপনাকে আটকাতে
পারবেনা; কোন সমস্যা আপনাকে
আটকাতে পারবে না আপনাকে কোন
মানুষ আটকাতে পারবেনা যদি কেউ
আপনাকে আটকাতে পারে সে হল
একমাত্র আপনি। সুতরাং কোন অজুহাত নয়
লক্ষকে জীবনের সাথে বেধে
নিন আপনি জিতবেনই
✪ সত্যবাদী লোকেরা তিনটি জিনিস
লাভকরেঃ অন্যদের আস্থা, ভালবাসা সম্মান ➯ হযরত আলী (রাঃ)
✪ সন্দেহ করার ব্যপারে সতর্ক হও,
কেননা সন্দেহ ইবাদত ধ্বংস করে এবং
গুনাহ বৃদ্ধি করে। সন্দেহ প্রবণ ব্যক্তি,
প্রিয়জনদের সঙ্গেও শান্তিতে থাকতে
পারেনা। সন্দেহ, কাজকর্মকে
দুর্নীতিগ্রস্থ করে এবং মন্দ
প্রবণতাকে উৎসাহিত করে। ➯ হযরত
আলী (রাঃ)
✪ সুন্দরীদের বোকা বোকা কথাও
স্বর্গীয় বাণীর সমতুল্য । ➯ কৃ্ষণ
চন্দর
✪ হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা)
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি
উযু অবস্থায় রাতে ঘুমায়, ফেরেশতা তার
শরীরের সাথে লেগে রাত যাপন
করে। যখনই সে ঘুম থেকে জাগে
তখন তার জন্য ফেরেশতা দু'আ করে- "
আয় আল্লাহ্! আপনার এই বান্দাকে মাফ
করেদিন, কারণ সে উযু অবস্থায়
ঘুমিয়েছে।" ➯ সহীহ ইবনে হিব্বান,
ইবনে হিব্বান, হাদিস নং-১০৫১
✪ হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচে' পুরনো
এবং সবচে' ছোট। কিন্তু এ কথা দু'টো
বলতেই সবচে' বেশি ভাবতে হয়। –
পীথাগোরাস
✪ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে
নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ
কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ
দেয়া। ➯ থেলিস
✪ যার আশা অকাঙ্খা নেই, সে জয়ের
পূর্বেই হেরে গেছে। ➯ শিল্পি
ম্যাসিন্জার
✪ লোভ আত্মাকে অপবিত্রকরে,
ধর্মকে দূর্নীতিগ্রস্ত করে এবং
যৌবনকে ধ্বংস করে।
অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে,
অনেক পুরুষ গলায় দড়ি দিয়া মরে। ➯
রবীন্দ্রনাথ ঠাকুর
কিন্তু যদি শোন যে, একটা মানুষ রাতারাতি
তার চরিত্র পরিবর্তন করে ফেলেছে,
সেটা বিশ্বাস করো না। ➯ আল হাদিস
✪ যা হবার তা হয়েই গেছে সেটা নিয়ে
কাঁদলেও আর তা পালটানো যাবেনা। কান্না
কোন সমাধান নয়, কাঁদলে সমস্যা আরও
জটিল হয়। সকল ক্ষেত্রে বাস্তবতাকে
মেনে নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।
✪শষ্যের জন্য যেমন বৃষ্টির
প্রয়োজন তেমনি যুক্তিবাদী মানুষের
জন্য প্রয়োজন নৈতিকতার ➯ হযরত
আলী(রাঃ)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ