AbdulHalim

Call

আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হোন তবে খুব বেশি প্রাইভেট পড়তে হবে না।বিশেষ করে ম্যাথম্যাটিক্যাল সাবজেক্টগুলোই তো প্রাইভেট পড়তে হয়।সেক্ষেত্রে ১ম বর্ষে কেবল প্রিন্সিপাল অফ হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তে হবে।বর্তমান সিলেবাস টা আমার সঠিক জানা নেই,যদি প্রথম বর্ষে ফিন্যান্স থাকে তবে প্রাইভেট পড়তে হবে(আমাদের সময়ে ছিলো)।

২য় বর্ষে,স্টাটিজটিকস এবং বিজনেস ম্যাথ পড়তে হবে।ট্যাক্সজেশন প্রাইভেট পড়া লাগে না,তারপরও পড়তে চাইতে ২ মাসে শেষ করা সম্ভব।


৩য় বর্ষে বড়জোর একটি এবং ফাইনাল ইয়ারে সর্বোচ্চ একটি বিষয় প্রাইভেট পড়তে হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ