শেয়ার করুন বন্ধুর সাথে

**চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে MBA এবং Evening MBA সম্পর্কে বিস্তারিত তথ্য।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০১২ সাল থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক করা শিক্ষার্থীদের দিচ্ছে MBA(দেড় বছর) এবং চাকুরীজীবী, মানবিক কিংবা বিজ্ঞানে স্নাতক করা শিক্ষার্থীদের দিচ্ছে Evening MBA(দুই বছর) করার সুযোগ।  সাধারণত জানুয়ারি এবং জুন এই দুই সেশনে MBA তে ভর্তি করানো হয়। জানুয়ারি সেশনের ফরম ডিসেম্বর মাসে এবং জুন সেশনের ফরম মে মাসে বিতরন করা হয়। ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষার রিটেন এবং ভাইভা তে।  এডমিশান টেস্ট এ প্রশ্ন করা হয় GRE,GMAT পরীক্ষার প্রশ্নের মতো। যার ফলে আপনি যদি চবি MBA এডমিশান টেস্ট এর জন্য ভালো ভাবে প্রিপারেশন নেন তাহলে ব্যাংক কিংবা অন্যান্য পরীক্ষার জন্য ম্যাথ,ভোকাবুলারি অর্থাৎ প্রায় ৪০% প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। সাধারণত MBA ক্লাস শিডিউল থাকে বিকেলে। চবি MBA করতে খরচ হয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং EMBA তে খরচ হয় এক লক্ষ আশি হাজার টাকা।  এডমিশান টেস্ট এর জন্য ফলো করতে পারেন GRE big Book,Official GMAT,সাইফুরস এর IBA MBA,সাইফুরস এর MATH এবং vocabulary বই। কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের MBA?? এই প্রশ্নের উত্তরে চবি ব্যবসায় প্রশাসনের অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. জাহাংগীর আলম স্যার দশম ব্যাচের নবীন বরন অনুষ্ঠানে বলেন "যেখানে ইউরোপ কিংবা আমেরিকা গিয়ে MBA করতে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হয় সেখানে আপনি খুব কম খরচেই চবি থেকে করতে পারছেন আন্তর্জাতিক মানের MBA। আর চবির MBA তে ভর্তি হলে শেষ সেমিস্টার এ আপনি চাইলে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে। সে ক্ষেত্রে আপনি সেসব বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জন করবেন এবং সার্টিফিকেট পাবেন।  তাছাড়া,   ‎MBA ক্লাস রুম গুলো সব অত্যাধুনিক এবং শীততাপ নিয়ন্ত্রিত। আর ক্লাস গুলো নেন এসিস্ট্যান্ট প্রফেসর, এসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ফ্যাকাল্টি রা। মানে লেকচারার রা ক্লাস নেন না।  দেশের প্রথম সারির কোন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সাড়ে তিন লক্ষ টাকার বেশি খরচ হয় সেইখানে আপনি তুলনামূলক কম খরচে MBA করতে পারছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।  সুতরাং  এডমিশান টেস্টের জন্য প্রস্তুতি নিয়ে নাও। অগ্রিম শুভকামনা রইলো। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ