Junait

Call

ভাই,  বাহিক্য ভাবে ক্ষতি হয়েছে কি না আপনি

কি করে বুঝলেন ?  হার্ডডিক্স এর টা হয়তো বুঝতে

পারছেন বা আপনার ধারনা সঠিক মেনে নিলাম

কিন্তু একটি মাদারবোর্ডে শত শত সার্কিট থাকে,

অতি সূক্ষ সূক্ষ সার্কিট থাকে যার একটা পুড়ে গেলে

পুরো মাদারবোর্ড অচল। আর ঐ পোড়াস্থান সহজেই

চোখে দেখা যায় না, টেকনিসিয়ান রা পরীক্ষা করে

চিহ্নিত করেন।

যাইহোক, আপনার কথাটাই মেনে নিলাম...........

হার্ডডিক্স/মাদারবোর্ড  সার্ভিসিং করতে সার্ভিসিং

চার্জ থেকে বেশি খরচ হয় টেকনিসিয়ান খরচ,

তাই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কেননা কেউ ই

বলতে পারবে না টেকনিসিয়ান চার্জ কত টাকা নিবে

আপনার কাছ থেকে।  আর সব থেকে বড় কথা হলো

সমস্যা/ক্ষতির পরিমাণ এর উপর নির্ভর করছে কত

টাকা খরচ হবে। তবে আমার অভিজ্ঞতা থেকে

দুটি কথা বলছি ---------------- এখন পছন্দ না হলেও

ভবিষ্যৎ এ মনে করবেন বিষয়টা হলো সার্ভিসিং করা

মাদারবোর্ড টেকসই হয় না। 

**** সর্বনিম্ন মাদারবোর্ড + হার্ডডিক্স সার্ভিসিং করতে মোট

১৫০০+  টাকা খরচ হবে..... আমার ধারনা থেকে বললাম।

আপনি এটা নির্দিষ্ট করে বললে, কিভাবে নষ্ট হয়েছে এবং কত

দিন আগে নষ্ট হয়েছে অার মাদারবোর্ডের ব্রান্ড এর

নাম টা ও উল্লেখ করলে মোটামুটি ভাবে বলা সম্ভব হবে।

আশা করি বুঝেছেন। ****     ধন্যবাদ      ****

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ