শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঝিনুক করুণা করে হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, ঝিনুক এটুকু সামান্য দাবি চিঠি দিও, তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি। চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও, মেঘ চাও, ফুল, পাখি, সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখর মতো চিহ্ন কিছু দিও! ঝিনুক আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে। এক কোণে শীতের শিশির দিও একফোঁটা, সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল! ওই তো রাজার লোক যায় ক্যাম্বিসের জুতো পায়ে,কাঁধে ব্যাগ, হাতে কাগজের একগুচ্ছ জীজন ফ্লাওয়ার কারো কৃষ্ণচূড়া, কারো উদাসীন উইলোর ঝোপ, কারো নিবিড় বকুল এর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি, আমার কি কোনো কিছু নাই? ঝিনুক করুণা করেও হলে চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস একটি ফুলের ছোটো নাম, টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে সেইসব চুপচাপ কোনো দুপুরবেলার গল্প ঝিনুক খুব মেঘ করে এলে কখনো কখনো বড়ো একা লাগে, তাই লিখো করুণা করেও হলে চিঠি দিও, মিথ্যা করে হলে বলো, ভালোবাসি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call




ঝিনুক যে দিন তোমায় আমি প্রথম দেখি , 

সেদিন থেকে হৃদয় মাঝে তোমার ছবি আঁকি। 

কি  অপরূপ  তুমি !  দেখিনি   আগে , 

যত দেখি তোমায় ততই ভালো লাগে ।

 ভালো লাগার মাঝেও তুমি ভালো, 

তাইতো তোমায় আমি বেসেছি ভালো । 

ভালোবাসা কোনো বিভেদ মানে না , 

এ মন তোমায় ছাড়া কিছু বোঝে না। 

কি অপরূপ ! তোমার দুটি আঁখি , 

অপলক নয়নে শুধুই চেয়ে থাকি । 

চাহনি ভরা হাসি তোমার মায়া ভরা মুখ, 

একবার দেখিলে যেন পাই স্বর্গের সুখ । 

দাওনা সাড়া প্রিয়া তুমি আমার জীবনে , 

ছায়া হয়ে থাকবো আমি তোমার জীবনে। 

অনেক আশায় বাড়িয়ে দিয়েছি হাতখানা, 

রিক্ত হস্তে কভু ফিরিয়ে দিও না । 

তোমার কাছে শুধু আমার একটাই প্রশ্ন , 

আমার জীবনকে তুমি করনা বিপন্ন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ