মহিনি নামে একটা কবিতা চাই


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

১] মহিনি

তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গের ছবি।

তুমি আমার চাঁদের আলো, সকাল

বেলার রবি!!


তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল!!

তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল…….


২]

মহিনি তুমি আমার বুকের অজানার

হাতছানি

মাঝরাতে বৃষ্টির শব্দ, প্রিয় চাহনি!!


তুমি শিশির ভেজা ফুলের একরাশ,

তুষার তনু মনে, তুমি উষ্ণ পরশ!!


তুমি প্লাবিত জল, কুয়াশাঢাকা শীতের চাদর

ভালবাসার আহবানে সিক্ত হেয়ালী অধর!!

তুমি শ্রাবণ সন্ধ্যা, প্রিয় উপন্যাস,

ভাললাগার ক্ষণ, কষ্টের চাপা দীর্ঘশাস!!


তুমি অস্তমিত সূ্র্য্য, স্রোতসিনী ঝরণা,

না পাওয়ার বুকে তুমি, শুকিয়ে যাওয়া কান্না!!


তুমি আমার বুকের গহিনে বয়ে যাওয়া নদী,

স্বচ্ছতার আলাপন,

তুমি আমার মন আমার অচেনা পৃথীবিতে

একান্ত চেনা আপন জন!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মহিনি তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে, যুগে যুগে অনিবার। মহিনি যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহমিলনকথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। মহিনি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয়-উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে— পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call



মহিনি,

তোমার প্রেমে পাগল আমি 

কি করে বলি গো তোমায় , 

বলতে পারি নাকো লাজে 

এ বুক যেন ফেটে যায় । 

এ বুকের মণি কোঠায় 

যতন করে রেখেছি তোমায়, 

কখন আসবে গো তুমি 

চেয়ে থাকি তোমার অপেক্ষায় । 

রূপরাজ্যের পরি গো তুমি 

যেন ভোরের ফোটা ফুল, 

শিশির ভেজা পাপড়ি তুমি 

সুবাসে আমায় করে আকুল । 

বিধাতা যেন সুনিপুণ হাতে 

পুষ্প দিয়ে গড়েছে তোমায়, 

তাই ভ্রমর হয়ে সেই ফুলে 

অবুঝ মন উড়ে যেতে চায় । 

তোমার পায়ের নুপুর ধ্বনি 

সদাই বাজে মোর কানে , 

কাজল কালো আঁখি দেখে 

শুধু চেয়ে থাকি তোমার পানে। 

কি অপরূপ তুমি ! এ বসুধায় 

তোমার মত গো কেহ নাই ,

 অবুঝ মন তাইতো বলে যায়  

মহিনি,

কতইনা ভালোবেসেছি তোমায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
নতুন পথের যাত্রা-পথিক 
 চালাও অভিযান! 
 উচ্চ কণ্ঠে উচ্চার আজ - 
 “মানুষ মহীয়ান!”  
 চারদিকে আজ ভীরুর মেলা, 
 খেলবি কে আর নতুন খেলা? 
 জোয়ার জলে ভাসিয়ে ভেলা 
 বাইবি কি উজান? 
 পাতাল ফেড়ে চলবি মাতাল 
 স্বর্গে দিবি টান্।।  
 
 সরল সাজের নাইরে সময় 
 বেরিয়ে তোরা আয়, 
 আজ বিপদের পরশ নেব 
 নাঙ্গা আদুল গায়।  
 
 আসবে রণ-সজ্জা করে, 
 সেই আশায়ই রইলি সবে! 
 রাত পোহাবে প্রভাত হবে 
 গাইবে পাখি গান। 
 আয় বেরিয়, সেই প্রভাতে 
 ধরবি যারা তান।।  
 
 আঁধার ঘোরে আত্নঘাতী 
 যাত্র-পথিক সব 
 এ উহারে হানছে আঘাত 
 করছে কলরব! 
 অভিযানে বীর সেনাদল! 
 জ্বালাও মশাল, চল্ আগে চল্। 
 কুচকাওয়াজের বাজাও মাদল, 
 গাও প্রভাতের গান!  
 
 ঊষার দ্বারে পৌছে গাবি 
 ‘জয় নব উত্থান!’ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ