আমি ইন্টারমিডিয়েট শেষ করে ভার্সিটিতে ভর্তির জন্য একটি NATIONAL ভার্সিটিতে আবেদন করলাম।যেহেতু আমি কমার্স ব্যাকগ্রাউন্ড তাই চয়েজ হিসেবে হিসাব বিজ্ঞান,ব্যবস্হাপনা দিলাম আশা করি আমি হিসাব বিজ্ঞান পেয়ে যামু যেহেতু আমার উভয় বিষয়ে A+.আমি এখন জানতে চাই এটা আমার জন্য কতটা যৌক্তিক? .আমার টোটাল পয়েন্ট 9.50।BBA এবং HONOURS সম্পর্কে বিশরদভাবে বলবেন।


Share with your friends
Call

যে কোন বিষয়ের উপর ৪ বছর মেয়াদী সকল কোর্স কে অনার্স বলে।তবে সকল কোর্স কে বিবিএ বলা যায় না।বিবিএর কোর্সের মধ্যে accounting অন্যতম।

Talk Doctor Online in Bissoy App