আমার পিসি তে বর্তমানে windows 8.1 ইনস্টল করা আছে, এখন আমি চাচ্ছি যে Windows সেটাপ দেওয়া ছাড়া হার্ডডিস্ক এর পার্টিশন গুলো পরিবর্তন করতে, এটা কি করা যাবে????


Share with your friends
Junait

Call
  •  ডেক্সটপ থেকে Computer বা My Computer
               আইকনে মাউসের ডান বাটন ক্লিক করুন।
  •  Manage সিলেক্ট করুন।
image
  • Manage খুললে তালিকা থেকে Disk Management-এ ক্লিক করুন। এখানে হার্ডডিক্সে থাকা সব ড্রাইভ দেখা যাবে।
  • এবার যে ড্রাইভটির জায়গা নিয়ে নতুন ড্রাইভ বানাতে চান (এখানে Audio and Video) তাতে ডান ক্লিক করুন।
image
  • Shrink Volume নির্বাচন করুন। কয়েক সেকেন্ড সময় নিবে এটি চালু হতে।
  • Enter the amount of space in MB: ঘরে কাঙ্খিত জায়গা দেখা যাবে। আপনার নতুন ড্রাইভটির সাইজ কত বড় হবে তা এখানে নির্ধারণ করুন। প্রতি গিগাবাইটের জন্য 1024 MB করে হিসেব করুন। একটা জিনিস মাথায় রাখবেন, নতুন ড্রাইভের জন্য পুরাতন ড্রাইভের অর্ধেক বা তার চেয়ে কম জায়গা নির্বাচন করতে হবে।
  • স্পেস নির্ধারণ শেষে Shrink বাটনে ক্লিক করুন।
  • কিছুক্ষণ অপেক্ষা করলে Unallocated Space নামে একটি নতুন ড্রাইভ তৈরি হয়ে যাবে। এটিতে দান ক্লিক করে New Simple Volume নির্বাচন করুন। ফরম্যাট পার্টিশন চালু হবে, এখানে নেক্সট চেপে Assign the following drive letter থেকে ড্রাইভ লেটার নির্ধারণ করে নেক্সট চাপুন।
  • সবশেষে Finish চাপুন। কোন তথ্য না হারিয়ে বিনা সেট আপে আপনার নতুন ড্রাইভ তৈরি হয়ে যাবে।
Talk Doctor Online in Bissoy App