Yakub Ali

Call

দুটি একসাথে ব্যবহার নিষেধ, এবং

রেমি স্পর্ট ক্রীম ফর্সা হওয়ার জন্য

ব্যবহার নিষেধ এটা সাধারনত ফর্সা হবার ক্রিম নয় যাদের দাগ আছে তারা দাগ তুলতে এটা সল্প সময়ের জন্য ব্যাবহার করতে পারে।দাগ তুলতে ভাল কার্যকর।তবে বেশী ব্যাবহার করলে লাভের চেয়ে ক্ষতি বেশী হবে। তখন স্কীনের মেলানোসাই নামক কোষের সংখ্যা অতিমাত্রায় কমে দিয়ে স্কীনের এল্যার্জি, একজিমা সহ স্কীনের ক্যান্সার (basal cell carcinoma) হতে পারে।

====মামুনুর রশিদ মিঠু

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MrjHridoy

Call

স্পটক্লিন ক্রিম হলো 4% হাইড্রোকুইনন ক্রিম।হাইড্রোকুইননের ব্যাবহার অনেক দেশেই বন্ধ করে দেওয়া হয়েছে।তবে কোনো কোনো দেশে 2% হাইড্রোকুইনন ক্রিম ব্যাবহার সেফ বলা হয়েছে।তবে কোনো মতেই এটা লং টার্ম বা ৪ মাসের বেশি ব্যাবহার করা যাবে না।স্পট তুলতে চাইলে এই ক্রিমটা সাময়িক ব্যাবহার করতে পারেন।তবে ত্বক ফর্সা করতে চাইলে অল্প পরিমাণ(4% থেকে 2% পেতে) ব্যাবহার করতে হবে।এবং 8 মাস অন অফ সাইকেলে ব্যাবহার করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ