শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

মরিয়ম তুমি আমার বুকের আজানার

হাতছানি

মাঝরাতে বৃষ্টির শব্দ, প্রিয় চাহনি!!


তুমি শিশির ভেজা ফুলের একরাশ,

তুষার তনু মনে, তুমি উষ্ণ পরশ!!


তুমি প্লাবিত জল, কুয়াশাঢাকা শীতের চাদর

ভালবাসার আহবানে সিক্ত হেয়ালী অধর!!

তুমি শ্রাবণ সন্ধ্যা, প্রিয় উপন্যাস,

ভাললাগার ক্ষণ, কষ্টের চাপা দীর্ঘশাস!!


তুমি অস্তমিত সূ্র্য্য, স্রোতসিনী ঝরণা,

না পাওয়ার বুকে তুমি, শুকিয়ে যাওয়া কান্না!!


তুমি আমার বুকের গহিনে বয়ে যাওয়া নদী,

স্বচ্ছতার আলাপন,

তুমি আমার মন আমার অচেনা পৃথীবিতে

একান্ত চেনা আপন জন!!


2) মরিয়ম তুমি আমার মনের মধ্যে

প্রবহমান ঝর্ণা 

এনে দিল ভালবাসার বন্যা। 


ভাসিয়ে নিল স্মৃতির ভেলা 

শুরু হল ভালবাসার খেলা। 


খেলবো দু'জন, খেলবো নিশিদিন 

শেষ হবে না কভু ভালবাসার ঋণ। 

মন তাই উচ্ছ্বল, চঞ্চল 

ছুটে চলেছে দিগন্তে বনাঞ্চল। 


আটকে গেল হৃদয় কোঠরে 

বলি, ঘুমিও না, জেগে ওঠরে। 

আমি কবি এনেছি বারতা

অনামিকা তোমার জন্যই আমার

ভালবাসার কবিতা।


3) মরিয়ম তোমাকে শুধু তোমাকে চাই,

পাবো?

পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।

ইচ্ছে হলে দেখতে দিও, দেখো

হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখো

অপূণতায় নষ্টে-কষ্টে গেলো

এতোটা কাল, আজকে যদি মাতাল

জোয়ার এলো  

এসো দু’জন প্লাবিত হই প্রেমে

নিরাভরণ সখ্য হবে যুগল-স্নানে নেমে।

থাকবো ব্যাকুল শর্তবিহীন নত

পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত।

4)

মরিয়ম অনেক সুন্দর তুমি,

তোমার ভালবাসায় এই তো কাছে দাঁড়িয়ে

আমি!!!


আকাশের চাঁদের পানে চেয়ে দেখি

নক্ষত্ররা গোল মিটি মিটি  হাসছে

সবাই শুধু তোমার কথা বলছে!!


আমি অবাক হয়ে ভাবছি কি সুন্দুর তুমি!!


জোত্স্নার নীল আলো আমার চোখে

তোমার প্রেমে মুগ্ধ আমি!!


তোমার নীল রঙের শাড়ির আঁচলে

জোত্স্নার ফুলঝুরি!!


হাসছে প্রকৃতি

তুমি হাসছো ,হাসছে আমার চোখে!!


আকাশের চাঁদে আজ পূর্ণতা

সেই আলো ছড়িয়ে পড়ুক তোমার মুখে।



তোমার অপরূপ ভালবাসার মোহ যাচ্ছে

বয়ে যাচ্ছে জোত্স্নার আলোর মতো বয়ে

আমার বুকে!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মরিয়ম করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও। মরিয়ম তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও ... বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও! আজো তো অমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে .... মরিয়ম এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার কুশল! করুণা করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস একটি ফুলের ছোট নাম টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু। মরিয়ম হয়তো পাওনি খুঁজে সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো করুণা করে হলেও চিঠি দিও

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

ও আমার মরিয়ম, ভালবেসে তোমাকে হয়ে গেছি দিওয়ানা, দোহাই তোমার তুমি মোরে ফেলে যেওনা। যতবার ভাবছি কত তুমি মিষ্টি, নিজ হাতে বিধাতার অপরূপ সৃষ্টি। তোমার চোখের সনে দাড়ায়েছি আজ, মনকথা বলে দিবো ভূলে ভয় লাজ। এক প্রান তুমি আমি দেহ হলেও দুইটি, মন খুলে বলি তোমায় ভালবাসি ♥

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


মরিয়ম

তোমার প্রেমে পাগল আমি 

কি করে বলি গো তোমায় , 

বলতে পারি নাকো লাজে 

এ  বুক  যেন  ফেটে  যায় । 

এ  বুকের  মণি  কোঠায় 

যতন করে রেখেছি তোমায়, 

কখন  আসবে  গো  তুমি 

চেয়ে থাকি তোমার অপেক্ষায় । 

রূপরাজ্যের পরি গো তুমি 

যেন ভোরের ফোটা  ফুল, 

শিশির ভেজা পাপড়ি তুমি 

সুবাসে আমায় করে আকুল । 

বিধাতা যেন সুনিপুণ হাতে 

পুষ্প দিয়ে গড়েছে তোমায়, 

তাই ভ্রমর হয়ে সেই ফুলে 

অবুঝ মন উড়ে যেতে চায় । 

তোমার পায়ের নুপুর ধ্বনি 

সদাই বাজে মোর কানে , 

কাজল কালো আঁখি দেখে 

শুধুচেয়ে থাকি তোমার পানে। 

কি অপরূপ তুমি ! এ বসুধায় 

তোমার মত গো কেহ নাই , 

অবুঝ মন তাইতো বলে যায় 

কতইনা ভালোবেসেছি তোমায়।

স্বরচিত
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রাতের অন্ধকার এখন আমার ছবি আঁকার ক্যানভাস। 

 তোমার চোখের আলো আমার রঙ। 

 একদিন তোমাকে যে ছুঁয়েছি সেই আঙুল আমার তুলি এখন। 

 আমি তোমার ঘুমের ছবি আঁকছি। 

 তুমি নিলীন হয়ে শুয়ে আছো এখন আমার ছবির ভেতরে। 

 এই ঘুম থেকে তোমাকে আমি জাগবো না। 

 

 অস্থির পৃথিবী থেকে তুলে এনে ভালবাসার দু’হাতে 

 তোমাকে এখন আমার স্থিরতার পটে স্থাপন করে চলেছি। 

 পৃথিবীর সব রূপসীরা আমার পাশে দাড়িয়ে দেখছে তোমাকে, 

 আমি তাদের ঈর্ষা দিচ্ছি কেননা তারা স্থিরতা পায় নি। 

 আমি একটু পরেই শুয়ে পড়বো তোমার পাশে– 

 তারপর একটু করে প্রান্তর ভরে উঠবে ঘাষে। 

 

 কালের গ্রহণ লাগা চাঁদ তখন বেরিয়ে এসে 

 আমাদের দু’জনেরই ছবি আঁকবে- যে দেখবে সে দেখবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ