১৫ হাজার টাকারর মধ্যে কম্পিউটার কিনব। কি প্রোসেসর ও মাদারবোর্ড নিলে ভাল হয়। কেও দয়া করে বলেন। পারলে ফোন নাম্বার দিবেন পরামর্শ করব। যে কাজ করব, ক্লিয়ার hd গান যেন না ঠেকে, এবং ভিডিও এডিটিং এই দুইটা কাজ করব। আমার বাজেট মনিটর সহ ১৫ হাজার।
Share with your friends
Junait

Call

১৫ হাজার টাকায় খুব একটা ভাল কনফিগারের

পূর্নাঙ্গ কম্পিউটার পাওয়া সম্ভব নয়। আপনার

উপরোক্ত চাহিদা অনুসারে পিসির প্রসেসর

নূন্যতম corei 3 নিতে হবে আর বাজেট যেহেতু

কম তাই মাদারবোর্ড Hi-speed নিন।

সব মিলিয়ে দেখুন

(১)  মাদারবোর্ড  Hi speed = 3500 tk

(২) প্রসেসর core i 3 =  4000 tk ( gigabite)

(৩) র্যাম 2 GB = 1400 টাকা

(৪) হার্ডডিক্স = 320 GB = 2100 tk

(৫) DVD Room = 1200 টাকা

(৬) ক্যাচিং = ২০০০ টাকা (Power  Supply সহ)

(৭) মাউস+ কিবোর্ড  A4 tech = 750 টাকা

__________________________________________________

মোট---- পিসি = 14,950 টাকা।

উপরোক্ত কনফিগার ছাড়া আপনি ভিডিও এডিটিং

ভালো ভাবে করতে পারবেন না,  নিম্ন কনফিগার

এর কম্পিউটার দিয়ে করলে অল্প দিনেই আপনার

পিসির আয়ু অাবশ্যক। তাই বাজেট আর মাত্র

৩০০০ টাকা বাড়িয়ে নিন আর কাজ করুন আরামে।

যদি একান্ত ১৫ হাজার এর মধই বাজেট ফিক্স থাকে

বা নিতেই হয় তবে ৫ নং আইটেমসটি বাদ দিয়ে কিনুন

DVD Room না হলেও পিসি চালানো যায়।

Talk Doctor Online in Bissoy App