আমি বলিতে চাচ্ছি যে গত ১৫-২০দিন থেকে কিছু না খেয়ে সব সময় বমি করা এবং সব সময় হিচকি আসে তাহা কী বন্ধ করায় উপায় বলুন প্লীচ
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

বমি বমি ভাব দুর করতে,

Tablet=Omidon 10mg দিন দুইবার

খাওয়া আগে খাবেন।

1)হেঁচকি দুর করতে

এক চামচ চিনি মুখে দিয়ে একটু চিবিয়ে নিন।

এবার এক গ্লাস পানি দিয়ে চিনিটুকু গিলে ফেলুন।” এতে আপনার যত জটিল হিচকিই হোকনা কেন নিমিষেই সেরে যাবে।

2)খুব ঠাণ্ডা পানি পান করুন

একটি গ্লাসে খুব ঠাণ্ডা পানি নিয়ে থুতনি

উঁচু করে অল্প অল্প করে চুমুক দিতে থাকুন। ২

মিনিটের মধ্যেই হেঁচকি উঠা বন্ধ হয়ে

যাবে। তবে পানি অনেক বেশি ঠাণ্ডা

হতে হবে।

কৃমির সমস্যা থেকেও আপনার সমস্যা

গুলো হতে পারে, তাই কৃমির ঔষধ খেয়ে

নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ