এটা আসলে মুখস্থ করে রাখা যায় না। আপনি যত বেশি টাইপ করবেন তত এই বিষয়টা আপনার আয়ত্তে চলে আসবে। কিবোর্ডের কি গুলো সহজে মনে রাখার কৌশল হলো বেশি বেশি টাইপ করা। তাই আপনি বেশি বেশি টাইপ করুন। তাহলেই আপনার কিবোর্ড এমনিই মুখস্থ হয়ে যাবে। কেমন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এজন্য আপনাকে প্র্যাকটিসের উপরই নির্ভরশীল হতে হবে। তবে আপনি কিবোর্ডে বামহাতের কনিষ্ট আঙ্গুল asdf থেকে শুরু হবে এবং ডান হাতের কনিষ্ট আঙ্গুল :lkj শুরু হবে আর বাকি দুই অক্ষর মানে gh এর মধ্যে g বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে হবে আর h ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা টাইপ করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি টাইপিং মাস্টার এ্যাপ-এ অনুশিলন চালিয়ে গেলে সহজেই তা মনে রাখতে পারেন। এ্যাপটি ডাউন লোড করতে এখানে ক্লিক করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ