আমি বর্তমানে দশম শ্রেনীতে অধ্যনরত|আমি আমার নাম পরিবর্তন করতে চাই|আমার নাম মোঃ মুবিন|ক্লাস এইট এবং ফাইব এ ও আমি এই নাম ব্যবহার করেছি|এখন আমি নাম পরিবর্তন করতে পারব?কীভাবে?খরচ কেমন?কার সাথে যোগাযোগ করতে হবে?কত দিন লাগবে? ১১১
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

আপনি নাম পরিবর্তন করতে পারবেন না.....১ম কথা

কারন আপনার রেজিষ্ট্রেশন এর সময় চলে গেছে

যে নামে রেজিষ্ট্রেশন হয়েছে সেই নামে Admit Card

Registration কার্ড আসবে সুতরাং ঐই নামটি ই

আপনাকে ব্যাবহার করতে হবে। এটা হলো 

স্কুল কর্তৃক নিয়ম।

আপনি নাম পরিবর্তন করতে পারবেন..... ....

তবে এর জন্য আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ

এর সচিব এর সাথে যোগাযোগ করতে হবে। 

আইনানুযায়ী অফিস চার্জ ছাড়া কোনো টাকা

লাগবে না, কিন্তু আপনাকে ফ্রি দিবে না হয়তো

আমার এক বন্ধু ২০১৫ তে পরিবর্তন করেছে

তার ১ হাজার টাকা খরচ হয়েছিল।

এখন গুরুত্বপূর্ন কথা হলো আপনি জন্ম সনদে

নাম পরিবর্তন করতে পারছেন যেভাবেই হোক

কিন্তু স্কুল সার্টিফিকেট এ পারছেন না........

এটা কত বড় সমস্যা হতে পারে ভবিষতে নিশ্চয়

বুঝতে পারছেন। তাই বুদ্ধিমানের উপদেশ এটাই

আপনি নাম পরিবর্তন করার চিন্তা-ভাবনা বাদ

দিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ