শেয়ার করুন বন্ধুর সাথে
Sintuorang

Call

কোরবানির গোশত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। ‘কোরবানির গোশত তিন দিনের বেশি সংরক্ষণ করা যাবে না বলে মুসলিম শরিফে আলি  থেকে যে হাদিস খানা বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাসুলুল্লাহ  তোমাদের কে কুরবানীর গোশত তিন দিনের বেশি সময় ধরে ভক্ষণ করতে নিষেধ করেছেন এই হাদিস এর হুকুম রহিত হয়ে গেছে। কেননা অপর হাদিসে সালমা ইবনে আকওয়া  থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে, ﺍﻮُﻠُﻛ ﺍﻭُﺮِﺧَّﺩﺍَﻭ ﺍﻮُﻤِﻌْﻃَﺃَﻭ তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ কর। তাই যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে রাখা যায়। বোখারী ১/২৭৩, হাদিস ৫১৪৩, মুসনাদু আহমদ ২৩/১৬৩, হাদিস ১১১১৪, মিশকাতুল মাছাবিহ ২/৯৫, হাদিস ২৭৪৪।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোরবানির মাংস কতদিন রেখে খাওয়া যাবে এর কোন সময়সীমা কোরআন হাদিসে নেই। আপনি যতদিন রেখে খেতে পাড়েন, আপনার ইচ্ছা। তবে ফ্রিজে বেশিদিন মাংস রাখলে মাংসের সাদ কমে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ