আমি কম্পিউটার চলানোর সময় হঠাৎ বিদ্যুত চলে যায়। (আমি IPS ব্যাবহার করি না) তারপর বিদ্যুত এলে ডেক্সটপ ওপেন করার চেষ্টা করি তখন দেখি ডেক্সটপে লাইন আসে আর যায়। ৩ সেকেন্ড এর মত লাইন থাকে। আবার চলে যায় (মনিটরে কিন্তু দেখায় না শুধু ডেক্সটপে Power বাটনে আলো জ্বলে আর অফ হয়) আমার ডেক্সটপে কোন সমস্যা ছিল না। এখন আমি কি করব Please বলে দেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

এই সমস্যা টি নিয়ে বিস্ময়ে বেশ কয়েকবার সমাধান

দিছি, সেই উত্তর গুলো খুজে না পাওয়া আবারও

লিখতে হচ্ছে।

এটা মূলত Power Supply  এর জন্য হয়।

সমাধান -

কোনো টেকনিসিয়ান এর কাছে যাওয়ার প্রয়োজন নেই

নিজে নিজেই ঠিক করতে পারবেন।

১) প্রথমে পিসিটি খুলে পরিস্কার করুন

২)  Ram খুলে স্লট পরিস্কার করে লাগান

৩) পাওয়ার সাপ্লায়ের ফ্যান পরিস্কার করুন

তার পরে ওপেন করার চেষ্টা করুন

এর পরে না হলে হার্ডডিক্স টা খুলে পুনরায়

সংযোগ দিন। এর পর আবার চেষ্টা করুন...

আশা করা যায় ঠিক হয়ে যাবে। যদি ঠিক

না হয় ১/২ ঘন্টা পর পর ট্রাই করতে থাকুন।

এক সময় ঠিক খুলে যাবে।

আমার ৩ টি ডেক্সটপ এ না হলেও ১৩/১৩ বার

এই সমস্যা হয়েছে, ওভাবেই সমাধান পেয়েছি।

সাধারনত উক্ত পদক্ষেপ গুলো করার ৩০/৪০

মিনিট এর মধ্যই সমাধান পাওয়া যায় তবে একবার

সমাধান পেতে ৬ ঘন্টা লেগেছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ