২১ বছর বয়সে কারো যদি হস্তমৈথনের সময় ১ মিনিটের কম সময়ে বীর্যপাত হয়,,তাহলে এটা কি দ্রুত বীর্যপাত রোগ হিসেবে গন্য হবে,,আর  এ সমস্যা কি বিয়ের পর যৌনমিলনের সময়ও হবে,,নাকি এটা এমনিতেই ঠিক হয়ে যাবে,,

এর জন্য কি চিকিৎসা প্রয়োজন? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

1)হস্তমৈথুন করলে 1 মিনিটের আগে

বীর্যপাত হওয়া নিত্য ঘটনা!!


কারণঃ

দ্রুত বীর্যপাত, মানসিক ও অভ্যাস গত

কারনে হয়, যেমন ধরুনঃ

আপনি যদি 20 মিনিট সময় হস্তমৈথুন,

করেন তাহলে অবশ্যই আপনার বাসা থেকে

ডাকাডাকি হবে।

ডাকাডাকি না করলে ও আপনার অবচেতন

মন ই আপনাকে তাড়া দেবে কিভাবে দ্রুত

বীর্যপাত ঘটানো যায়।

কারন হস্তমৈথুন উদেশ্যই হলে দ্রুত বীর্যপাত

কত তাড়াতাড়ি করা যায়, কারণ সেখানে

ভালবাসা আর প্রকৃত সুখ নাই*********


2) চিকিত্সা করালে এর থেকে মুক্তি পাওয়া

যাবে, তবে হস্তমৈথুন পরিত্যাগ করতে হবে

নতুবা, গাছের আগা কেটে গোড়ায় পানি

ঢালার মতো অবস্থা হবে।


3) তবে বিবাহিত জীবনে এর প্রভাব পড়লে

অবশ্যই চিকিত্সা করা লাগবে 


সময় থাকতে হস্তমৈথুন পরিত্যাগ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
pkRasel

Call
রোগ না,
তবে হস্তমৈথনের ফলে এই রোগ হয়।
সো অাপনি  হস্তমৈথন থেকে বিরত থাকেন,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ