শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

অনামিকা তুমি আমার বুকের আজানার

হাতছানি

মাঝরাতে বৃষ্টির শব্দ, প্রিয় চাহনি!!


তুমি শিশির ভেজা ফুলের একরাশ,

তুষার তনু মনে, তুমি উষ্ণ পরশ!!


তুমি প্লাবিত জল, কুয়াশাঢাকা শীতের চাদর

ভালবাসার আহবানে সিক্ত হেয়ালী অধর!!

তুমি শ্রাবণ সন্ধ্যা, প্রিয় উপন্যাস,

ভাললাগার ক্ষণ, কষ্টের চাপা দীর্ঘশাস!!


তুমি অস্তমিত সূ্র্য্য, স্রোতসিনী ঝরণা,

না পাওয়ার বুকে তুমি, শুকিয়ে যাওয়া কান্না!!


তুমি আমার বুকের গহিনে বয়ে যাওয়া নদী,

স্বচ্ছতার আলাপন,

তুমি আমার মন আমার অচেনা পৃথীবিতে

একান্ত চেনা আপন জন!!


2) অনামিকা তুমি আমার মনের মধ্যে

প্রবহমান ঝর্ণা 

এনে দিল ভালবাসার বন্যা। 


ভাসিয়ে নিল স্মৃতির ভেলা 

শুরু হল ভালবাসার খেলা। 


খেলবো দু'জন, খেলবো নিশিদিন 

শেষ হবে না কভু ভালবাসার ঋণ। 

মন তাই উচ্ছ্বল, চঞ্চল 

ছুটে চলেছে দিগন্তে বনাঞ্চল। 


আটকে গেল হৃদয় কোঠরে 

বলি, ঘুমিও না, জেগে ওঠরে। 

আমি কবি এনেছি বারতা

অনামিকা তোমার জন্যই আমার

ভালবাসার কবিতা।


3) অনামিকা তোমাকে শুধু তোমাকে চাই,

পাবো?

পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।

ইচ্ছে হলে দেখতে দিও, দেখো

হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখো

অপূণতায় নষ্টে-কষ্টে গেলো

এতোটা কাল, আজকে যদি মাতাল

জোয়ার এলো  

এসো দু’জন প্লাবিত হই প্রেমে

নিরাভরণ সখ্য হবে যুগল-স্নানে নেমে।

থাকবো ব্যাকুল শর্তবিহীন নত

পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত।



*****আমার উত্তর থেকে সংগৃহীত/ কপি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অনামিকা তুমি অনেক দূরে তোমায় শুধু মনে পড়ে। একটু যদি সময় পাও, একবার শুধু দেখা দাও। দেখা যদি নাই দিবে কেন তবে ভালবাসলে?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call



অনামিকা,

তোমার প্রেমে পাগল আমি

কি  করে  বলি  গো  তোমায় ,

বলতে পারি নাকো  লাজে

এ বুক   যেন   ফেটে   যায়  ।

এ  বুকের  মণি  কোঠায় 

যতন করে রেখেছি তোমায়,

কখন  আসবে গো  তুমি 

চেয়ে থাকি তোমার অপেক্ষায় ।

রূপ রাজ্যের পরি গো তুমি 

যেন  ভোরের  ফোটা ফুল, 

শিশির ভেজা পাপড়ি তুমি 

সুবাসে  আমায় করে আকুল ।

বিধাতা যেন সুনিপুণ হাতে 

পুষ্প দিয়ে গড়েছে  তোমায়, 

তাই ভ্রমর হয়ে সেই ফুলে 

অবুঝ মন উড়ে যেতে চায় ।

তোমার পায়ের নুপুর ধ্বনি 

সদাই বাজে  মোর  কানে ,

কাজল কালো আঁখি দেখে 

শুধু চেয়ে থাকি তোমার পানে।

কি অপরূপ তুমি ! এ বসুধায় 

তোমার মত গো কেহ নাই , 

অবুঝ মন তাইতো বলে যায় 

কতইনা ভালোবেসেছি তোমায়।

             >>>রেজাউল কারীম<<<
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ