ইলেক্ট্রনিক্স বা রড সিমেন্টের ডিলারশিপ নিয়ে ব্যবসা করার চিন্তা করছি………… but কোনো আইডিয়া নেই। পূর্ণ সচ্ছ একটা ধারণা আপনার কাছ থেকে আশা করছি আমি অনার্সে ব্যবস্থাপনা নিয়ে পড়ছি। পড়ালেখার মাঝে ব্যবসা শুরু করবো নাকি শেষে?
Share with your friends

ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক ব্যবসা বর্তমানে লাভজনক, মনে করেন - 
পাইকারি মাল কন্তে পারবেন টিভি ৬৫০০ টাকায়, বিক্রি করলেন ১২০০০ টাকায়, মাসে বিক্রি করলেন কম করে মাত্র ৭ টা, তাহলে লাভ খরচ বাদ দিয়ে ৩৫ হাজার টাকা, ফ্রিজ বিক্রি করলেন ১৯৫০০ করে কিনে বিক্রি ৩৫ হাজার, মাসে ৫ টা লাভ করলে লাভ ৬২৫০০ টাকা, তার পর আরো প্রচুর আইটেম আছে, যেমন LED Bulb ২৫০ টাকায় কিনে বিক্রি ৫২০ টাকা, তাই বললাম ইলেক্ট্রনিক্স এর ব্যবসা ব্যস্ট, বাকিটা আপনার সিদ্ধান্ত, 

পাইকারি মাল কিনতে www.tradespace.site এ অথবা ফেইসবুকে exportbdimport লিখে সার্চ দিয়ে যোগাযোগ করতে পারেন, তারা সারা দেশে কুরিয়ারেও মাল পাঠায়, তাই আপনাকে কস্ট করে মাল বহন করতে হবেনা। 

রড সিমেন্ট এর ব্যবসাও ভালো, তবে যখন একটি বড় প্রজেক্ট এর কাজ হয়, তখন মানুষ কোম্পানি থেকেই রড সিমেন্ট কিনে আনে, তাই বেশি লাভের আশা নাই, খুচরো বিক্রি ছাড়া। 

এমন ব্যবসায়ী টিপস পেতে ব্রাউজ করুন www.mahaditrade.blogspot.com এ।

Talk Doctor Online in Bissoy App