Share with your friends
TarikAziz

Call

গেমটা আমি প্রায় রোজই খেলি। 

গেমটি বিশেষ তিনটি ভাগে খেলা হয়। 

১. Play now - এখানে যার তাস

বড় হবে, সে ওই দানটা জিতবে। 

কারোর যদি ৩,৭,K থাকে, আর কারোর

যদি 4,8,A  থাকে, তাহলে দ্বিতীয়জন

জিতবে। 

এখানে সবচেয়ে বড় তাস যথাক্রমে--

Trail-- যেমন-- AAA

Pure sequence --যেমন -- 789 থাকবে,

একই কালারের, ♦♦♦

Sequence -- যেমন-- 789

Colour-- যেমন-- ♣♣♣ 

Pair -- যেমন- 677

High Card - কার্ডের নাম্বার বেশি

থাকতে হবে। 


২. Joker -- এখানে আপনার তিনটে

কার্ডের  একটা

কার্ড জোকার হবে, বাকি দুটো শো করবে। 

এখানেও যার বড় কার্ড সে জিতবে। 


৩. Veriation -- এর আবার চারটি ভাগ

আছে। 

যেমন- Mufiles, Ak47,  Royal আরেকটা

কি বেশ আছে, মনে পড়ছে না। 

এখানে এক একটা ভাগের এক এক নিয়ম।

Mufiles টা শুধু জানি। 

Mufiles টা প্রথমটার পুরো উল্টো। 

এখানে যার কমা তাস হবে, সে জিতবে। 


★★ এই গেমটা এইভাবে বলে ভালোভাগে

বোঝানো যাবে না, বুঝতে গেলে আপনাকে

খেলতে হবে। আমাকে কেউ শেখায়নি। 

নিজেই খেলে খেলে শিখেছি। 

আপনি নিজে খেলতে থাকুন, আস্তে আস্তে

পুরোটা বুঝতে পারবেন। 


★★ যদি কিছু জানতে চান, তো

মন্তব্য করুন। 



Talk Doctor Online in Bissoy App