পোস্টের বিষয়বস্তুঃ

ভর্তি পরিক্ষার মান বণ্টন,

বিভিন্ন ইউনিটের অন্তর্গত বিভাগ সমূহের নাম,

কোন ইউনিটে কোন কোন বিষয়ের উপর কত নম্বরের প্রশ্ন থাকবে,

ভর্তি পরিক্ষা সংক্রান্ত কিছু অতিরিক্ত তথ্য।।

.

.

♦ •— ভর্তি পরীক্ষার নম্বর নির্ধারণঃ

ভর্তি পরীক্ষার মান হবে ১২০ (একশত বিশ) নম্বর। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর (সর্বোচ্চ ৮০ নম্বর)-এর সাথে পরীক্ষার্থীর এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA (সর্বোচ্চ ৫+৫=১০ নম্বর)কে ৪(চার) দিয়ে গুন করে প্রাপ্ত নম্বর সর্বাধিক (২০+২০=৪০) নম্বর যোগ করে মেধা তালিকা তৈরী করা হবে।

উল্লেখ্য, MCQ পদ্ধতিতে গৃহীত লিখিত পরীক্ষার উত্তরপত্র OMR-এর সাহায্যে মূল্যায়ন করা হবে।

.

.

♦ •— ইউনিটভুক্ত বিভাগসমূহের আরোপিত শর্তঃ

♦ • ইউনিটের নামঃ A

♦ ইউনিটভূক্ত বিভাগের নাম এবং বিভাগকর্তৃক আরোপিত শর্তঃ

(১) আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ

(২) দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ

(৩) আল-হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ

ණ নম্বর বিন্যাস নিম্নরূপঃ

১. আরবী .......................২০ নম্বর

২. আল-কুরআন ..............১৫ নম্বর

৩. আল-হাদীস ................১৫ নম্বর

৪. ইসলামী শিক্ষা .............১০ নম্বর

৫. আল-ফিক্হ .................০৫ নম্বর

৬. ইসলামের ইতিহাস........০৫ নম্বর

৭. বাংলা/ইংরেজী .............০৫ নম্বর

৮. সাধারণ জ্ঞান...............০৫ নম্বর

.

.

♦ • ইউনিটের নামঃ B

♦ ইউনিটভূক্ত বিভাগের নাম এবং বিভাগকর্তৃক আরোপিত শর্তঃ

(১) ইংরেজী

(২) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

(৩) বাংলা

(৪) আরবী ভাষা ও সাহিত্য

ණ নম্বর বিন্যাস নিম্নরূপঃ

১. বাংলা ................... ৩০ নম্বর

২. ইংরেজী .................৩০ নম্বর

৩. সাধারণজ্ঞান ...........২০ নম্বর

(ক) ইংরেজী বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় লিখিত ইংরেজী বিষয়ে ৩০ নম্বরের মধ্যে নূন্যতম ১৮ নম্বর পেতে হবে।

(খ) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইংরেজী বিষয়ে ৩০ নম্বরের মধ্যে ১৩ নম্বর পেতে হবে।

(গ) বাংলা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাংলা বিষয়ে ৩০ নম্বরের মধ্যে ১৮ নম্বর পেতে হবে।

(ঙ) আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক/

দাখিল(সমমান) ও উচ্চমাধ্যমিক/আলিম(সমমান) উভয় ক্ষেত্রে আরবী ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।

.

.

♦ • ইউনিটের নামঃ C

♦ ইউনিটভূক্ত বিভাগের নাম এবং বিভাগকর্তৃক আরোপিত শর্তঃ

(১) অর্থনীতি

(২) রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন

ණ নম্বর বিন্যাস নিম্নরূপঃ

(১) ইংরেজী ...............৩০ নম্বর

(২) সাধারণজ্ঞান ..........৩০ নম্বর

(৩) বাংলা ................. ২০ নম্বর

ইংরেজীতে ন্যূনতম ১২(বার)নম্বর পেতে হবে। প্রশ্ন উচ্চমাধ্যমিক মানের হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অর্থনীতি, পৌরনীতি ও মাধ্যমিক পর্যায়ের গণিত এবং সমসাময়িক ঘটনাবলির উপর গুরুত্ব দেওয়া হবে।

.

.

♦ • ইউনিটের নামঃ D

♦ ইউনিটভূক্ত বিভাগের নাম এবং বিভাগকর্তৃক আরোপিত শর্তঃ

(১) ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি

(২) বায়োটেকনোলজি এণ্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং

(৩) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি

ණ নম্বর বিন্যাস নিম্নরূপঃ

ক) রসায়ন .........................৩০ নম্বর

খ) জীব বিজ্ঞান/গণিত............ ৩০ নম্বর

গ) পদার্থ বিজ্ঞান ...................১০ নম্বর

ঘ) ইংরেজী ..........................১০ নম্বর

১) ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে ভর্তির জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিতে GPA-৩.৫(A-) থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন বিষয়ে ৩০ নম্বরের মধ্যে ন্যূনতম ১২ নম্বর পেতে হবে।

২) বায়োটেকনোলজি এণ্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই জীব বিজ্ঞান থাকতে হবে। বায়োটেকনোলজি এণ্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য জীব বিজ্ঞানে ৩০ নম্বরের মধ্যে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।

.

.

♦ • ইউনিটের নামঃ E

♦ ইউনিটভূক্ত বিভাগের নাম এবং বিভাগকর্তৃক আরোপিত শর্তঃ

১) ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স এণ্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

২) কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং

৩) ইনফরমেশন এণ্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

ණ নম্বর বিন্যাস নিম্নরূপঃ

ক) পদার্থবিদ্যা .................৪০ নম্বর

খ) গণিত ........................৪০ নম্বর

কৃতকার্য হওয়ার জন্য প্রত্যেক বিষয়ে ন্যূনতম ১৪নম্বর পেতে হবে।

.

.

♦ • ইউনিটের নামঃ F

♦ ইউনিটভূক্ত বিভাগের নাম এবং বিভাগকর্তৃক আরোপিত শর্তঃ

১) গণিত

২) পরিসংখ্যান

ණ নম্বর বিন্যাস নিম্নরূপঃ

ক) গণিত........................৬০ নম্বর

খ) ইংরেজী .....................২০ নম্বর

কৃতকার্য হওয়ার জন্য গণিত বিষয়ে ন্যূনতম ২৪ নম্বর এবং ইংরেজীতে ৫ নম্বর পেতে হবে।

.

.

♦ • ইউনিটের নামঃ G

♦ ইউনিটভূক্ত বিভাগের নাম এবং বিভাগ কর্তৃক আরোপিত শর্তঃ

১) ফিন্যান্স এণ্ড ব্যাংকিং

২) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ