ব্রণ দুর করার কার্যকারী ক্রিম বা ফেচওয়াশ এর নাম বলুন।।।।যাদের মুখে ব্রণ+ব্রনের দাগ ছিল এবং এ গুলো ব্যবহার করে দ্রুত শেরেছে শুধু তারাই বলুন।।।।এবং কোন ধরনের ঔষধ যদিও থেকে থাকে তাও বলুন।।।।No need harbal tearment!
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

ব্রনের জন্য বর্তমানে সব চেয়ে বেশি ব্যবহৃত

হচ্ছে Fona gel plus

  image

√ব্যবহার বিধি, রাতে ঘুমানের আগে

ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার করে, আক্রান্ত

স্থানে সামান্য

পরিমাণ করে ব্যবহার করুন।

টিপসঃ

√নিয়মিত মুখ পরিস্কার রাখুন,

ফেসওয়াস ব্যবহার করুন নিয়মিত।

√নিয়মিত ঘুমতে হবে, 8 ঘন্টা

√পানি ববেশি পান করতে হবে

√শরির কষা থাকলে ব্রন বেশি হয়, তাই

ইসবগুলের ভুসি খেতে হবে।

√তরল খাবার বেশি খেতে হবে।

√শাক সবজি নিয়মিত খান বেশি করে।

√বেশি আজেবাজে ক্রীম ব্যবহারে ব্রন

সমস্যা বাড়তে পারে বলেই অভিমত

বিশেষজ্ঞ ডাক্তারদের।

√বেশি টেনশন ফিল করলে ব্রন বাড়ে।

তাই হাসি খুসি থাকুন।

একটা সময় ব্রন এমনিতেই সেরে যাবে।

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ