Call

এক সপ্তাহের মধ্যে অনর্গল ইংরেজি  বলা একটি কঠিন বিষয়। অদম্য ইচ্ছা শক্তি থাকলে হতেও পারে।

জানিনা আপনি কতটুকু ইংরেজি জানেন। আশা করি ' হাই, হ্যালো' বলার মত ইংরেজি আপনার জানা আছে।

যদি আপনি ইংরেজি শিখতে চান, তাহলে সাধারণ  কথা বলার জন্য কিছু সাধারণ ও কমন বাক্য আপনি নিজ আয়ত্তে আনতে পারেন। 

আপনি ইংরেজি বই পড়তে পারেন। বেশি কঠিন বই পরবেন না। এমন বই পড়বেন না যা পড়ে আপনি কিছুই বুঝতে পারবেন না।

ভালো ইংলিশ মুভি দেখতে পারেন।  ইংলিশ লেকচার শুনতে পারেন।

সবচেয়ে ভালো হয় যদি আপনি কারো সাথে ইংরেজিতে কথা বলা প্র‍্যাক্টিস করেন।। তাহলে সে আপনাকে আপনার ভুল গুলো ধরিয়ে দিতে পারবে এবং এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবে।

কোনো বাক্যের ব্যাবহার সম্পর্কে না জেনে তা ভুল জায়গায় ব্যাবহার করবেন না।

সহজে ইংরেজি শেখার কোনো বই আপনি বাজার থেকে কিনে নিতে পারেন।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইংরেজী দ্রুত কথা বলা সহজ কাজ নয়,এর জন্য আপনি নিয়মিত চর্চ করুন৤ভুল হোক তবুও বন্ধুদের ইংরেজীতে কথা বলার চেষ্টা করুন৤

প্রতিদিন কিছু ভোকাবুলারি মুখস্ত করুন এবং তা কথা বলার সময় ব্যবহার করুন।

youtube  অনেক ভিড়িও আছে,ইংরেজী শিখার ও গুলো ফলোও করতে পারেন আপনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ