কোন ব্রান্ডের পণ্য গুলি ভালো হবে,  Huawei না Samsung ?  একটু বিস্তারিত জানাবেন প্লিজ
Share with your friends
Yakub Ali

Call

দুটোই রেঙ্কিং 2 / 3 অবস্থান। তাই দুটোই

সেরা, তবে


এগিয়ে স্যামসাং, হুয়াইও কিন্তু অনেক

ভাল।

একটা দিক  থেকে হুয়াই, স্যামসাং এর

মধ্যে প্রতিদ্বন্দ্বীতা ও আছে। 


কিন্তু জনপ্রিয়তা আর সহজের কারনেই

এগিয়ে স্যামসাং।

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

যদি ব্রান্ড- এর প্রশ্ন করেন তবে Samsung সেরা

অনেক পুরাতন, সুনাম অর্জনকারী বিশ্বব্যাপি

ব্যান্ড একটি। আর যদি আপনি আমাদের দেশে অল্প

মূল্যে ভাল কনফিগারের ফোন চান সে ক্ষেত্রে

Huawei 

Talk Doctor Online in Bissoy App

আমি সাজেস্ট করবো Samsung আমার কাছে সর্বযুগের সেরা ব্রান্ড স্যামসাং। আপনি স্যামসাং ব্রান্ডের যেকোনো মোবাইলই কিনতে পারেন। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে স্যামসাং এর আমাদের দেশে অনেক সার্ভিস পয়েন্ট আছে। অর্থাৎ কোনো সমস্যায় সেবা হাতের কাছেই পাওয়া যাবে।

Talk Doctor Online in Bissoy App