শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

যদি এমন হয় যে উক্ত এইডস রোগীর হাতেও ক্ষত থাকে এবং আপনার ক্ষতস্থান উক্ত ক্ষতস্থানের সংস্পর্শে আসে তাহলে একটা সম্ভবনা আছে। কিন্তু শুধু আপনার হাতে ক্ষত থাকলে সেটি এইডস রোগীর দেহ থেকে জীবাণু বহন করার জন্য যথেষ্ট নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
pkRasel

Call

এইচঅাইভি এটি একটা ভাইরাস,

এটি কয়ক  ভাবে মানুষের শরীরে প্রবেশ করে,

১.এইচআইভি অাকান্ত মায়ের দুধ পান করলে

২,অাকান্ত ব্যক্তির রক্ত নিলে।

৩.অবাদ মেলা মেশা করলে।

৪.একই শুই সিরিজ অন্য কেউ ব্যবহার করলে।

বিশেষ করে এই কয়টি কারনে ছড়াতে পারে।

সো সাবধান।

তবে অাপনি যে ভাবে বলছেন এতে নাও ছড়াতে পারে

তবে সতর্ক থাকুন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ